মৌমাছি মাহতাব: বাঁশির সুর শুনে এভাবেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জড়ো হয় মাহাতাবের শরীরে

শেয়ার করুন         কেশবপুর (যশোর) বাঁশিতে ফুঁ দিলেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি বসে মাহাতাবের শরীরে।  যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ৭০০ বছর পর জার্মানির হ্যামিলিন শহর থেকে অজ পাড়াগাঁ যশোরের কেশবপুরে ফিরেছেন রূপকথার সেই বংশীবাদক! অন্যরূপে, ভিন্ন সাজে! নাম তাঁর মাহাতাব মোড়ল। সবাই চেনে মৌমাছি মাহাতাব নামে। বাঁশিতে তাঁর ফুঁ পড়তেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জড়ো হয় তাঁর শরীরে। সে এক অভূতপূর্ব দৃশ্য। মৌমাছির প্রতি ভালোবাসা থেকেই এ অভ্যাস গড়ে তুলেছেন তিনি। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক মানুষ এখন ভিড় করছে মাহাতাবের বাড়িতে।   মাহাতাবের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে। … Continue reading মৌমাছি মাহতাব: বাঁশির সুর শুনে এভাবেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জড়ো হয় মাহাতাবের শরীরে